তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ
(১৬ই জুলাই) রাত সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ হামলা চালিয়ে ব্যবসায়ীদের মারপিট করে গুরুতর আহত করে। এসময় টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের গ্রেফতার ও মারপিটের প্রতিবাদে আজ শনিবার (১৭ জুলাই) সকাল ১০টায় নিমতলা মড়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মানববন্ধন করেছেন।
এসময়ে তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃংখলাবাহিনীর প্রতি দাবি জানান।মানববন্ধন থেকে ব্যবসায়ী পিন্টু, সিদ্দিক, জাহিদ, সিরাজুল ইসলাম, রুবেল, শরীফুল, কাশেম, কাজল, বাক্কার, রকি, আফজাল, নয়ন ও সবুজসহ আরো অনেকে বলেন, নিমতলা (ঘোষ মহালপাড়া) মৃত জাব্বার আলীর তিন ছেলে লিটন, রতন ও ছোটনসহ আরো কয়েকজন মিলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র ও বিদেশী পিস্তল নিয়ে এসে দোকানদারের থেকে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ফল ব্যবসায়ী তাইজুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
তারা আরো বলেন, তাইজুলকে মারা দেখে অন্য ব্যবসায়ীরা এগিয়ে গেলে নিমতলা মোড়ের ইট বালি ব্যবসায়ী সাদ্দাম হোসেন, বার্গার ব্যবসায়ী নাইম ইসলামসহ আরো কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে সন্ত্রাসীরা। ব্যবসায়ীরা বলেন, প্রায়ই এই সন্ত্রাসী দল এখান থেকে চাঁদা আদায় করে। বাধা দিলে ব্যবসায়ীদের মারপিট করে বলে জানান তারা। একদিকে লকডাউনে তাদের ব্যবসা বাণিজ্য নাই। অন্যদিকে চাঁদাবাজদের দৌরাত্বে তারা অসহায় হয়ে পড়েছেন।
ব্যবসায়ী সিদ্দিকসহ আরো অনেকে বলেন, শুধু মারপিট করে আহত নয়, তাইজুলের থেকে প্রায় ৫০ হাজার টাকা, সাদ্দাম হোসেন নিকট হতে ২ লাখ টাকা এবং নাইম ইসলামের থেকে ১৩ হাজার টাকা জোর করে নিয়ে যায়।রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। কিন্তু মারামারীর বিষয়ে কোন পক্ষই এখনো মামলা করেননি। মামলা করলে আইনী ব্যবস্থা নেবেন বলে জানান এই কর্মকর্তা।