শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

রাজধানী উত্তরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৩৪ বার পঠিত
রাজধানী উত্তরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত,
মোঃ মিজানুর রহমানঃ রাজধানীর উত্তরার কোটবাড়ি রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন।রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উত্তরার কোটবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরে খবর পেয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আজ সোমবার বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান,রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উত্তরার কোটবাড়ি রেলক্রসিং এলাকায় কমলাপুরগামী তুরাগ এক্সপ্রেস  ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবক ঘটনাস্হলে নিহত হন।তার মাথায় গুরুতর রক্তাক্ত আঘাত ছিল।পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এসআই আলী আকবর আরও জানান, নিহত যুবকের পরনে ছিল সাদা রংয়ের সেন্টুগেন্জি ও ডোরাকাটা হাফহাতা গেন্জি এবং প্যান্ট।  তার  নাম ও বিস্তারিত পরিচয় আজ এখনো পর্যন্ত জানা যায়নি।বিস্তারিত জানার চেষ্টা চলছে।সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।তবে,ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে বলেও জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।এ বিষয়ে ঢাকা রেলওয়ে(কমলাপুর) থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..