সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

রাজধানী উত্তরায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনে জনমনে ভয়-ভীতি সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার-১,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার পঠিত

রাজধানী উত্তরায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনে জনমনে ভয়-ভীতি সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার-১,

মোঃ মিজানুর রহমানঃ রাজধানী উত্তরায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ত্রাস সৃষ্টি ও জনমনে ভয়-ভীতি সঞ্চার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃত ব্যক্তির নাম মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল (৪৪)।ধৃত  রুবেলের পিতার নাম -মৃত মোহাম্মদ আলী সরকার,থানা- উত্তরা পশ্চিম,জেলা: ঢাকা।আজ বৃহস্পতিবার র‍্যাব-১ এর (অপারেশন অফিসার)এএসপি নোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,বুধবার দিনগত রাত সোয়া ২ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা ৭নং সেক্টর এলাকাস্থ রোড নং-১২/এ, হাউজ নং-০৩,ফ্ল্যাট নং-৪এ/৪বি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আরো জানান,এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল,দুটি ম্যাগাজিন,৫০ রাউন্ড গুলি,একটি পিস্তল বক্স,দুটি পিস্তল কভার,একটি পিস্তলের লাইসেন্স ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।র‍্যাব-১ এর এ কর্মকর্তা জানান, ভার্চুয়াল জগতে নজরদারির ধারাবাহিকতায় র‍্যাব-১ সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সন্দেহমূলক আইডি শনাক্ত করে।ওই আইডিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু স্থিরচিত্র দেখা যায়। এর প্রেক্ষিতে মেজবাহ উদ্দিন সরকারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,মোঃ মেজবাহ উদ্দিন সরকার  ওরফে রুবেল তার দেহরক্ষী পলাতক ফারুক সহ অজ্ঞাতনামা আরো ২ জনকে নিয়ে উত্তরা পশ্চিম থানা এলাকা,টঙ্গী এলাকাসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার,জনমনে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে থাকে।সে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র প্রদর্শন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত আইডিতে আপলোড করে।একটি সূত্রে জানা যায়,এছাড়া মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল জন্ম টংগী এলাকায় হলেও সে দীর্ঘ  দিন ধরে উওরায় বসবাস করে আসছিল। টংগী বাজার ও আরিচপুরে তার একাধিক বাড়ি ও কোটি কোটি টাকার বিষয় সম্পত্তি  রয়েছে।এ বিষয়ে  আজ বিকেলে ধৃত আসামীকে জিঙাসাবাদ শেষে উওরা পশ্চিম থানা পুলিশের নিকট সোপর্দ  করা হয়েছে।  তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান
১৬ সেপ্টেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..