রাউজানের সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর সিইপিজেড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭
এম ওসমান চৌধুরী
বিশেষ প্রতিবেদন
চট্টগ্রামে র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানার মামলা নং-০৭(১০)৯৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পর্যু্ত রক্ষিত প্রকাশ রক্ষিত অজয় (৪৮)কে পিতা-শান্তি রক্ষিত @ শান্তি বাবু, সাং-নোয়াপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’সিইপিজেড এলাকা থেকে গতকাল ২৬ ফেব্রুয়ারি আনুমানিক ১২:৫০ টায় গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। সে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ মিডিয়া উইং এর প্রেসবার্তায় জানিয়েছেন।