শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

রংপুর মেট্রোপলিটন পুলিশে “অস্ত্র প্রশিক্ষণ ও রায়ট ড্রিল অনুশীলন” এর শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১০০ বার পঠিত

রংপুর মেট্রোপলিটন পুলিশে “অস্ত্র প্রশিক্ষণ ও রায়ট ড্রিল অনুশীলন” এর শুভ উদ্বোধন
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় বুড়ো প্রধান
আজ ১৯ অক্টোবর ২০২২ খ্রি: বুধবার সকাল ১০ ঘটিকায় কনস্টেবল হতে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্যদের “অস্ত্র প্রশিক্ষণ ও রায়ট ড্রিল অনুশীলন” বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (পুলিশ কমিশনার এর সাময়িক দায়িত্বে) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব মোঃ আবু সাইম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আল মাহমুদ হাসানসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (পুলিশ কমিশনার এর সাময়িক দায়িত্বে) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী তাঁর বক্তব্যে পুলিশ বাহিনীর সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের গুণগতমান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

অস্ত্র খোলা ও জোড়া, অস্ত্র হ্যান্ডলিং, অস্ত্রের ব্যবহারবিধি, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার, অবৈধ সমাবেশ বা জনতা মোকাবেলায় পুলিশ কর্তৃক বলপ্রয়োগ সংক্রান্ত রায়ট ড্রিল অনুশীলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের বাস্তব প্রশিক্ষণ দেয়া হবে। উল্লেখ্য যে, এক মাস ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হতে ইন্সপেক্টর পর্যন্ত সকলেই পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..