সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ বার পঠিত

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে আজ ১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি. শুক্রবার ১০:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম এঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পুলিশ কমিশনার এর কার্যালয়ের সামনে থেকে শুরু করে রংপুর মহানগরীর বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ কমিশনার এর কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রার এক পর্যায়ে তিনি বেলুন উড়িয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় শোভাযাত্রায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ও রংপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী।

অন্যান্যদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (প্রশাসন ও সদরদপ্তর) জনাব মোঃ মহিদুল ইসলাম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি), জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব মোঃ আবু সাইম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, পুলিশ পরিদর্শক পদবীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রার সমাপন্তে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সাংবাদিকবৃন্দের মাধ্যমে রংপুর মহানগরীর অধিবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ এবং ভিশন ২১০০ বাস্তবায়নের অগ্রযাত্রায় নগরবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার মাধ্যমে রংপুর মহানগরীকে একটি অপরাধ ও যানজটমুক্ত নিরাপদ নগরী গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শামিল হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..