শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম কে বিদায় সংবর্ধনা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ বার পঠিত

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম কে বিদায় সংবর্ধনা প্রদান

মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার

আজ ১১/০৯/২০২২ খ্রি. ১১:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম এঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিদায়ী অতিথিসহ আরও উপস্থিত ছিলেন সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ পরিদর্শকবৃন্দসহ অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ।

 

এ সময় সকল পদবীর পুলিশ সদস্যের পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বিদায়ী অতিথির অসামান্য অবদানের কথা তুলে ধরা হয় ও তাঁর সাথে কর্মকালীন সময়ের স্মৃতিচারণা করা হয় এবং তাঁর ও পরিবারের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করা হয়।

 

অতঃপর বিদায়ী কর্মকর্তা জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক সকলকে অহংকার বর্জন করে চলার পরামর্শ দেন এবং উপস্থিত সকলের প্রতি শুভকামনা জ্ঞাপনপূর্বক তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

 

এরপর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম বিদায়ী অতিথি জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম এঁর হাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা এবং শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পক্ষ থেকেও বিদায়ী অতিথিকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

 

পরিশেষে পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী অতিথির উদ্দেশ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশে তাঁর বিশেষ অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..