রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
আজ ১১/০৯/২০২২ খ্রি. ০৯.০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম এঁর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন এর সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম সেবা ও উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দসহ সকল পদবীর পুলিশ সদস্যবৃন্দ।
কল্যাণ সভার শুরুতেই সম্মানিত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন ও সদরদপ্তর) জনাব মোঃ মহিদুল ইসলাম পিপিএম পূর্বের মাসের কল্যাণ সভার কার্যবিবরণী সকলের সামনে উপস্থাপন করেন। অতঃপর সকল পদবীর পুলিশ সদস্যদের তাদের বিদ্যমান সমস্যাসমূহ ও দাবি দাওয়া তুলে ধরার আহবান জানান।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় সকলের নিকট হতে তাদের বিদ্যমান সমস্যাসমূহ ও দাবি দাওয়া আন্তরিকতার সাথে শ্রবণ করেন এবং সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সকলকে নির্দেশনা প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটকে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা বজায় রাখার এবং ইনচার্জদের নিয়মিত মনিটরিং করার নির্দেশ প্রদান করেন। এছাড়া সকল সদস্যের প্রতি কতিপয় নির্দেশনা মেনে চলার আহবান জানান। যেমন- পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিমিত খাদ্য গ্রহণ, অযথা রাত না জাগা, প্রয়োজনীয় ডকুমেন্টস ও নিরাপত্তা সামগ্রী ছাড়া মোটরসাইকেল ড্রাইভ না করা, ফেসবুকে আজেবাজে মন্তব্য ও টিকটক বর্জন করা, ডিউটিকালে যথাযথ ইউনিফরম ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করাসহ আরো বিবিধ বিষয় নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে নিজ দায়িত্বের প্রতি আন্তরিক হওয়ার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।