রংপুর মেট্রোপলিটন পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
মোঃ আনছারুজ্জামান রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
আজ ০১ নভেম্বর ২০২২ খ্রি. মঙ্গলবার সকাল ০৮:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মো: সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ই এন্ড ডি) জনাব মো: আবু সাইম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।
অভিবাদন গ্রহণ শেষে পুলিশ কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।