রংপুর মেট্টো পলিটন পুলিশ লাইন্স কল্যাণ সভা অনুষ্ঠিত।
……………………………
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
অদ্য ১৪/০৮/২০২২ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা, বিপিএম বার, পিপিএম, রংপুর এঁর সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতেই শোকের মাস আগস্ট এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শাহাদৎ বরণকারী সদস্য ও অন্যান্য শহীদদের স্মরণে ০১ (এক) মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।এসময় সম্মানিত পুলিশ কমিশনার সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার আহ্ববান জানান। উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ সহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ ।