মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জে গাঁজা ও ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৭৩ বার পঠিত

রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জে গাঁজা ও ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি,রংপুরঃ
রংপুর বিভাগপর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ৩ কেজি গাঁজা ও ২০পিচ ফেনসিডিল সহ মন্টু মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত শুক্রবার রাত ৮টায় উপজেলার মাগুড়া বসুনিয়া পাড়া গ্রামের নিজবাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মন্টু মিয়া ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। শনিবার সকালে মাদক মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে , শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুর রহিম বাদি হয়ে থানায় একটি মামলা করেন। মামলা নং ০৯।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন সুমন, রংপুর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..