শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

রংপুর টাউন হল চত্বরে রিক্সা চালকদের মাধ্যমে গেঞ্জি ও স্টিকার বিতরণ। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১৫ বার পঠিত

রংপুর টাউন হল চত্বরে রিক্সা চালকদের মাধ্যমে গেঞ্জি ও স্টিকার বিতরণ।

মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।

অদ্য ০৯/০৮/২০২২ খ্রি. সকাল ১১ঃ০০ ঘটিকায় রংপুর টাউন হল চত্বরে রিক্সা চালকদের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্লোগান সম্বলিত গেঞ্জি ও রিক্সায় লাগানোর জন্য স্টিকার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

স্বর্ণনারী এসোসিয়েশন, রংপুর এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম, সম্মানিত পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ মহোদয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জনাব আবু বকর সিদ্দীক, রংপুর মেট্রোপলিটন পুলিশ মহোদয়।

 

এছাড়া স্বর্ণনারী এসোসিয়েশন এর অন্যান্য সদস্যবৃন্দ এবং মহানগরীর রিক্সা চালকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি তাঁর বক্তব্যে রিক্সা চালকদেরকে তাদের নিজস্ব ঘর থেকে শুরু করে রাস্তা-ঘাট ও সর্বস্থানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তিনি তার বক্তব্যে আরো বলেন যে, নারী ও শিশু উন্নয়নে নারী ও শিশু বান্ধব পরিবেশ তৈরীতে সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্জুশ্রী সাহা, সভাপতি, স্বর্ণনারী এসোসিয়েশন, রংপুর।

 

এ সময় স্বর্ণনারী এসোসিয়েশন, রংপুর এর পক্ষ থেকে নগরীর রিক্সা চালকদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্লোগান সম্বলিত গেঞ্জি ও রিক্সায় লাগানোর জন্য স্টিকার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..