মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

রংপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৯৮ বার পঠিত

রংপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার

আজ ১৭ অক্টোবর ২০২২ খ্রি: সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মো: সায়ফুজ্জামান ফারুকী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে রংপুর জিলা স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে আজকের নির্বাচন ও নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এসময় আরও উপস্থিতি ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার রংপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে নির্বাচন চলাকালে নির্বাচন কেন্দ্রসহ আশপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..