রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক সেনা সদস্য। আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
উপজেলা পরিষদের আনজিরন নেছা কৃষি ইনস্টিটিউটের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছর বয়সী রফিকুল ইসলাম ঘনিরামপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন, তারাগঞ্জে ঝাকুয়াপাড়া গ্রামের দুদু মিয়া, স্বপন মিয়া, ভ্যানচালক মোখলেছুর রহমান এবং কাজীপাড়া গ্রামের লায়লা বেগম।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই খাদে পড়ে যায়।
প্রাইভেটকারের নিচে চাপা পড়ে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার ও অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল ইসলাম জানান, আহতদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।