রংপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
রংপুর প্রতিনিধি।
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক এরশাদের বাস্তবায়ন আমবাগান এলাকায় ম্যুরাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদনে এক মিনিট নিরাবতা পালন শেষে পৌর মেয়র এরশাদুল হক এরশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, স্থানীয় সরকার উপ পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসা. শুকরিয়া পারভীন, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, ঠাকুরগাও পৌর মেয়র আঞ্জুমানারা বেগম, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিমস্বপন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান জামাল, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন, সৈয়দপুর পৌর মেয়র বাফিফা আকতার, নাগেশ্বরী পৌর মেয়র হোসেন ফাকু, কুড়িগ্রাম পৌর মেয়র রাফিউল ইসলাম, উলিপুর পৌর মেয়র মামুন সরকার প্রমুখ।
সালাউদ্দিন সুমন, রংপুর।