শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

রংপুরে করোনায় বেড়েছ মৃত্যু,কমেছে সনাক্ত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার পঠিত

 

রংপুরে করোনায় বেড়েছে মৃত্যু,কমেছে সনাক্ত

রংপুর প্রতিনিধি।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছ মৃত্যুর সংখ্যা কমেছে সনাক্তের হার । বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪৩ জন। এ সময়ে বিভাগে আক্রান্তের হার ২৫.৫৪ শতাংশ হলেও মৃত্যুর হার ১০.১৪ ভাগ। আর গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় সোমবার বেলা ১ টা পর্যন্ত বিভাগের ৭ জেলায় মারা গেছে ১৯ জন। মৃতদের মধ্যে রয়েছেন রংপুরে ৫, ঠাকুরগাওয়ে ৪, নীলফামারী ও দিনাজপুরে ৩ জন করে, গাইবান্ধায ২ জন এবং পঞ্চগড় ও কুড়িগ্রামে ১ জন করে। এই সময়ে ১ হাজার ৫৩১ জনের করোনা পরীক্ষায় সনাক্ত হযেছে ৩৯১ জন। এই বিভাগে শেষ ২৪ ঘন্টায় করোনায় সনাক্তের হার ২৫ দশমিক ৫৪ এবং মৃত ২ দশমিক ১৪ ভাগ। রোববার এই হার ছিল ২৪ দশমিক ৪৮ ও ২ দশমিক ১২ ভাগ। এই বিভাগে শেষ ২৪ ঘন্টায় করোনা সাধারণ ওয়ার্ডে ৪৫৭, আইসিউইতে ২৪ এবং এইচডিইউতে ১১ রোগি ভর্তি আছেন। হাসপাতালগুলোর সামনে স্বজনদের উৎকষ্ঠিত অপেক্ষা, বেড সংখ্যা বাড়ানোর দাবি তাদের।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে রংপুরে ৩৫০ জনের পরীক্ষায় ১০২ জন; পঞ্চগড়ে ১৩৩ জনের মধ্যে ৩৮; নীলফামারীতে ২০১ জনের মধ্যে ৩৬; লালমনিরহাটে ১০৭ জনের মধ্যে ২১; কুড়িগ্রামে ১৫৫ জনের মধ্যে ৪২ ; ঠাঁকুরগাওয়ে ১৮৬ জনের মধ্যে ১৫৫; দিনাজপুরে ২২৮ জনের মধ্যে ৬৩ এবং গাইবান্ধায় ১৬৬ জনের মধ্যে ৩৪ জন করোনা সনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, রংপুর বিভাগের আট জেলায় করোনার শুরু থেকে রোববার দুপুর পর্যন্ত ২ লাখ ৩১ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৪৮ হাজার ৭৪২ জন সনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৪৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৫২৬ জন।
সালাউদ্দিন সুমন, রংপুর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..