রংপুরের গংগাচড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
মমিনুল ইসলাম বুলেট,গঙ্গাচড়া,(রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ৩ বছরের শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মতিয়ার রহমান (৪০) নামের এক কৃষক গ্রেপ্তার হয়েছে। বুধবার গভীর রাতে তাকে বাড়ী থেকে গ্রেপ্তার করে গঙ্গাচড়া থানা পুলিশ। ওই কৃষক উপজেলার গজঘন্টা ইউনিয়নের ওমর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ সূত্র জানায়, বুধবার (১১ আগষ্ট) সন্ধ্যার দিকে ওই শিশুকণ্যা (৩) বাড়ীর পাশে খেলতেছিল। এ সময় কৃষক মতিয়ার শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পাশের ঝোপঝাড়ে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। সন্ধ্যা ঘনিয়ে এলে শিশুর মা তাকে খুজতে থাকে। পরে পাশের ঝোপে তার শিশুকে উলঙ্গ অবস্থায় পায় ও অভিযুক্ত মতিয়ারকে পালাতে দেখে। এ ঘটনায় শিশুর পিতা থানায় মামলা করে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, মামলার ফলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।