বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, এবছর দূর্গা পূজা উপলক্ষে নির্বিঘ্নে পূজা মণ্ডপ গুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
তিনি আরও বলেন, বিচ্ছিন্ন ভাবে কয়েকটি মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলো কিছু কিছু দূষ্কৃতীকারীরা। এ ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ ভাবে পূজা চলছে। শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি শান্তিপূর্ণভাবে দূর্গা পূজার সমাপ্তি ঘটবে।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কোনো মহল যাতে নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে র‌্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে। গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, দেশের মন্দিরগুলোতে র‌্যাবের পোশাকধারী সদস্যের বাইরে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..