যারা বুটের নিচে গণতন্ত্রকে পৃষ্ঠ করেছিল
তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
নারায়ণ রায়,(নয়ন) দিনাজপুর ॥-
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ক্ষমতার পিছন দরজা বন্ধ হয়ে গেছে। নির্বাচনই একমাত্র সরকার গঠনের পথ। যারা বুটের নিচে গণতন্ত্রকে পৃষ্ঠ করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। বিশৃংখলতা সৃষ্টি করে জনগণের জান-মালের নিরাপত্তাকে হরণ করে যারা অস্থির অবস্থায় সৃষ্টির পায়তারা করছে তাদের মনে রাখতে হবে দেশের ৭৫ ভাগ জনগণ শেখ হাসিনার পক্ষে। আগামী নির্বাচনে বাংলার জন আবারোও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে।
মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে (২৪-৩০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর