যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ শহরের যানজট সমস্যা নিরসনে জেলা প্রশাসক মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার উদ্যোগে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক, মীর জুমলা সড়ক, শায়েস্তা খাঁ সড়ক এবং বঙ্গবন্ধু সড়কে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বিজিবি ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানে রাস্তায় অবৈধভাবে পার্কিং করা চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি, ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয় এবং কিছু মালামাল সিটি করপোরেশনের কাছে পাঠানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, “আমরা ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটি চলমান থাকবে। শহরের যানজট কমাতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অপরিহার্য।”
তিনি আরও বলেন, “রাস্তার ওপর থাকা সব অবৈধ স্থাপনা সরানো হচ্ছে। জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”