যানজট নিরশনে মুন্সীগঞ্জে প্রথম বারের মত হকার্স মার্কেটের যাত্র শুরু মুন্সীগঞ্জ।
প্রতিনিধিঃ যানজট নিরশনে মুন্সীগঞ্জে প্রথম বারের মত হকার্স মার্কেটে উদ্বোধণ হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের সুপার মার্কেট এলাকায় মার্কেটির উদ্বোধন হয়। ৩৫ টি দোকান নিয়ে শুরু হওয়া মার্কেটটিতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সে পর্যন্ত পোষাক ও ঘর সাজানো সরঞ্জাম পাওয়া যাবে। এতে করে হকার্সদের আর ফুটপাত দখল করে বেচাকেনার প্রয়োজন হবেনা। ফলে শহরের যানজট নিরস হবে কয়েকগুন। হকার্স মার্কেটটির উপদেষ্ট মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,সমাজ সেবক হাজী মোঃ রাজু সর্দার,ইমাম ও খতিব মুফতি আশরাফ আলী,সাংবাদিক মাহবুবু আলম লিটন,ব্যবসায়ী নাদিম হোসেনসহ আরো অনেকে।