যশোর হতে মানবপাচারি কে গ্রেফতার করেছে র্যাব-৬
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, মানবপাচার চক্র, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ০৮/০১/২২ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চার মহিলা সহ এক বাচ্চা মেয়েকে চাকুরীর প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা হতে নিয়ে এসে যশোর জেলার চৌগাছা থানাধীন যশোর পৌরসভার ০২নং ওয়ার্ডস্থ পাঁচনামনা সাকিনের মোঃ আকবর আলীর ছেলে মোঃ বাবুল হোসেন(২৬), এর বাড়িতে লুকিয়ে রেখেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে চারজন মহিলা সহ এক বাচ্চা মেয়েকে উদ্ধার করে। এসময়ে উক্ত মানবপাচারের সাথে সম্পৃক্ত আসামী মোঃ আকবর আলী (৫০), পিতাঃ মোঃ মোশারফ হোসেন, মাতা-ফুলি বেগম, মোঃ বাবুল হোসেন(২৬), পিতা-মোঃ আকবর আলী ও মোসাঃ কৌহিনুর বেগম (৪৩), স্বামীঃ মোঃ আকবার আলী, পিতাঃ মোঃ খিদির বক্স, সর্ব সাং-পাঁচনামনা, থানা- চৌগাছা, জেলা- যশোরদের গ্রেফতার করে।
উদ্ধারকৃত ভিকটিমের একজন বাদী হয়ে ০৫ জনকে আসামী করে চৌগাছা থানায় মামলা দায়ের করে। উক্ত মামলা মূলে ধৃত আসামীদের যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
Way cool! Some very valid points! I appreciate you penning this article and also the rest of the site is really good.