যশোর হতে বাহিনীর পোষাক পরিধান করে প্রতারণা ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষনকারী প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৯/০১/২২ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় র্যাব-৬,যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কেশবপুর থানাধীন বড়েঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে, আশুলিয়া থানার মামলা নং-৫৫/৮৩৯, তারিখঃ ২৮/১২/২০২১ ইং, ধারাঃ ৩১২/৩১৩/৫০৬/১৭০/১৭১ পেনাল কোড তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১)/৩০, মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মোস্তফা মাহিদ(২১), পিতাঃ আবু সাঈদ, সাং-বড়েঙ্গা, থানা-কেশবপুর, জেলা-যশোর’কে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে, ধৃত আসামী মোস্তফা মাহিদ পুলিশের ইউনিফর্ম পরিধান করে ভিকটিমের সাথে প্রতারণা করে এবং ভিকটিমকে একজন ভূয়া কাজীর সহায়তায় ছলনামূলক বিয়ে করে। ভিকটিমকে আসামী মোস্তফা মাহিদ তার নিজ বাড়িতে প্রায় একমাস রেখে মিথ্যা ঘর-সংসার করে এবং ভিকটিম ০৩ মাসের অন্তঃসত্ত্বা হলে জোর পূর্বক তার গর্ভপাত ঘটায়। ভিকটিম উক্ত ঘটনা বুঝতে পেরে বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে।
ধৃত আসামীকে ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।