যশোর ডিবি পুলিশের পৃথক অভিযানে (৫) কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক,
এসএম আলীরাজ হোসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি,
যশোরে মাদক ও অস্ত্রকারবারী চক্র নির্মূলে মাঠ অভিযান চালাচ্ছে পুলিশের বিশেষ শাখার (ডিবি) পুলিশ সদস্যরা।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে জেলার চৌগাছা ও শার্শা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকেও আটক করেছে ডিবি পুলিশ।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১২) মার্চ বিকেলে সোয়া (৪)টার দিকে ডিবি’র এসআই আব্দুল্লাহ আল মামুন ও এসআই আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার পোড়াপাড়া-কমলাপুর গ্রাম সংলগ্ন কাশেমের ভাটার সামনে থেকে ইউনুছ আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।তার বাড়ি বড় আন্দুলিয়া গ্রামে। তার কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেছেন।
এদিকে গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে আটকৃত আসামিরা দীর্ঘ অনেকদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক চরাকারবারি করে আসছিল বলে জানা গিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে,