যশোর জেলার মনিরামপুর থানার “তামিল অভিযানে” গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৬ আসামি আটক।
দেবব্রত মন্ডল রিপোর্টার বাংলা টিভি যশোর :- বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬জন আসামীকে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ।
মনিরামপুর থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নূর-আলম সিদ্দীকের তত্বাবধায়নে এ সমস্ত আসামীকে গ্রেফতার করা হয়।মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব আশেক সুজা মামুন, সহকারী পুলিশ সুপার, মণিরামপুর সার্কেল, যশোর স্যারের দিক নির্দেশনায় ইং-০৬/০২/২০২২ তারিখে মনিরামপুর থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে মণিরামপুর থানার বিভিন্ন এলাকা হতে ০১ জন সাজাপ্রাপ্ত আসামী, ০২ জন জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী, ০৩ জন সিআর জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী, সর্বমোট-০৬ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী রা হলেন,
১। মোঃ এনামুল সানা(২৫), পিতা-আবুল সানা, সাং- খানপুর (মুন্সিখানপুর)
২। তরুন ঘোষ(৩২), পিতা-সুরোদ্রি ঘোষ, সাং- মনিরামপুর
৩। হাচান বিশ্বাস(৫৬), পিতা-শাহাজান আলী, সাং- পাড়িয়ালী
৪। মিজানুর রহমান(৪৪), পিতা-মোঃ আনছার আলী খাঁ
৫। মোছাঃ রাবেয়া খাতুন(৬৩), স্বামী- মোঃ আনছার আলী খাঁ, উভয় সাং- আটঘরা
৬। মোঃ জাহিদুল ইসলাম(৩৪), পিতা-মোঃ আবুল বাসার সরদার, সাং- ত্রিপুরাপুর, সর্বথানা- মণিরামপুর, জেলা-যশোর।
আটককৃত আসামীদের সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।