মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

যশোর অভয়নগরে ইয়াবা ব্যবসায়ীর মনিরুলের ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৬০ বার পঠিত

যশোর অভয়নগরে ইয়াবা ব্যবসায়ীর মনিরুলের ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত
যশোর জেলা প্রতিনিধি ।
যশোর অভয়নগরের ইয়াবা মামলায় মাদক ব্যবসায়ী মনিরুল হাওলাদারকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার বিশেষ দায়রা জজ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মনিরুল হাওলাদার অভয়নগরের বুইকারা শিমুলতলী গ্রামের মৃত ডাক্তার হালিম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৫ জানুয়ারি গভীর রাতে যশোরের ডিবি পুলিশ নওয়াপাড়ার নতুন বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে মনিরুল হাওলাদারকে আটক করে। এ সময় তার সহযোগী শফি পালিয়ে যায়। আটক মনিরুল হাওলাদারকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে তিন পলিথিনের প্যাকেট থেকে ৬শ’ পিচ ইয়াবা  উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এএসআই এসএম এরশাদ হোসেন বাদী হয়ে আটক মনিরুলকে অভয়নগর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় মনিরুল হাওলাদার ও শফিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মনিরুল হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলার অপর আসামি চৌগাছার আন্দুলিয়া গ্রামের শফির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মনিরুল হাওলাদার জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..