শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

যশোরে র‌্যাব-৬ এর অভিযানে  ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ বার পঠিত
যশোরে র‌্যাব-৬ এর অভিযানে  ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কেশবপুর থানাধীন ০৯নং গৌরিঘোনা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের সন্ন্যাসগাছা সাকিনস্থ (রয়নাবাজ) ব্রীজের উত্তর পার্শ্বে পাঁকা রাস্তা দিয়ে একটি সেডান প্রাইভেটকারসহ ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সাতক্ষীরা হইতে কেশবপুরের দিকে আসিতেছে। প্রাপ্ত সংবাদের সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সেডান প্রাইভেটকারসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তখন উপস্থিত সাক্ষীদের সামনে প্রাইভেটকারটি তল্লাশী করে ৫০২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে। ধৃত মাদক ব্যবসায়ী  তানভীর মাহতাব শশী (২৫), পিতাঃ মৃতঃ সানোয়ার হোসেন, মাতাঃ সীমা বেগম, সাং-বাড়ী নং-এন/কে-৭২, ১০ নং ওয়ার্ড, খালিশপুর, থানাঃ খালিশপুর, জেলা-কেএমপি, খুলনাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ফেন্সিডিল প্রইভেটকারে করে নিয়ে যাচ্ছিল। এ সময় আসামীর নিকট হতে ০১ টি মোবাইল, সিমকার্ড ০১ টি, প্রাইভেট কার ০১ টি ও গাড়ির চাবি ০১ টি এবং গাড়ীর সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করে।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..