যশোরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে র্যাব-৬
মোঃ মামুন বিশেষ প্রতিনিধি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র গোলাবাররুদ উদ্ধার, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, প্রতারক এবং ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ ডিসেম্বর ২১খ্রিঃ ১৫০০ ঘটিকা হতে ১৬৪০ ঘটিকা পর্যন্ত র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যশোর এর সমন্বয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ‘‘পানশাহী জর্দ্দা ফাক্টরী” যশোর এর মালিককে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ভৈরব খাবার হোটেল মালিক’কে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংক্ষরণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পানশাহী জর্দ্দা ফাক্টরীর মালিক মোঃ ফজলুর রহমান, পিতাঃ আতিয়ার রহমান, সাং- নতুন উপশহর, কোতয়ালী, যশোর’কে ৬০,০০০/- টাকা এবং ভৈরব খাবার হোটেল মালিক নুর ইসলাম, পিতাঃ আবুল কালাম, সাং-ষোপ সেন্ট্রাল রোড, কোতয়ালী, যশোরকে ৫০০০/- টাকাসহ ০২ জন’কে মোট ৬৫,০০০/- টাকা জরিমানা করে।
যাহার মোবাইল কোট মামলা নং-১৪৬/২১ ও ১৪৭/২১ তারিখ ৩০/১২/২০২১।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিদ্বয় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট জরিমানায় আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা প্রদান করে।