মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

যশোরে বিশেষ অভিযানে ৯২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৬৪ বার পঠিত

 

দেবব্রত মন্ডল, জেলা প্রতিনিধি যশোর :-

মাদকের ভয়াবহতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে।প্রতিদিন মাদকাসক্ত লোক যেমন বাড়ছে তেমনি বাড়ছে মাদক কারবারির সংখ্যা। মাদকের এই ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করার জন্য করোনার এই মহামারীর মধ্যেও প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করছে যশোর জেলা পুলিশ।

 

তারই ফলশ্রুতিতে  ২১ জুন-২০২১ রোজ সোমবার কোতোয়ালি মডেল থানার চাঁচড়া চেকপোস্ট এলাকায় যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা একটি চৌকস টীম নিয়ে  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে বেনাপোল থেকে যশোর আসা একটি ইজিবাইকে তল্লাশি করে ১. মোঃ মোনায়েম গুলদার(৫৯),পিতা- মোঃ মোসলেম আলী গুলদার,গ্রাম- মহিষডাঙ্গা দক্ষিণ পাড়া,থানা- বেনাপোলে পোর্ট,জেলা- যশোর, ২. মোঃ লিটন হোসেন (২৮), পিতা- মোঃ মোনায়েম গুলদার, গ্রাম- মহিষডাঙ্গা দক্ষিণ পাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর ও

৩. মোঃ রিপন প্রধান(২৬), গ্রাম- মহিষডাঙ্গা দক্ষিণ পাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদের ৯২ বোতল ফেনসিডিল, ৩ টি মোবাইল, ২ টি অফিসিয়াল ব্যাগ ও ইজিবাইকসহ গ্রেফতার করা হয়।

 

উল্লেখিত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..