যশোরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই র্যাবের হাতে ৪ খুনি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
যশোরে বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে ইজিবাইক চালক আলামিনকে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নেয় খুনিরা।
ক্লুলেস এ হত্যাকান্ডের ১৫ দিনের মাথায় খুনের সাথে জড়িত ৩ জন ও একজন সহযোগিকে গ্রেফতার করেছে র্যাব ৬ সদস্যরা।
র্যাব ৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ ২৫ ডিসেম্বর সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, যশোরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার নাজিউর রহমান, লিগ্যাল ও মিডিয়া সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ।
গ্রেফতার আসামিরা হলো মোঃ আলামিন (২১), মোঃ জুয়েল খান (২৩), মোঃ হারুন অর রশিদ(২৭), মোঃ রাসেল (৩২)। গত ৯ডিসেম্বর ইজিবাইক ভাড়া নিয়ে খুনিরা চালক আলামিনকে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে নিয়ে গলায় ফাস দিয়ে হত্যা করে।
এরপর ইজিবাইকসহ তার সাথে থাকা টাকা পয়সা নিয়ে যায়। এঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।