বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

যশোরের শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৪৭ বার পঠিত
যশোরের শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর :- যশোরের শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।এতে আহত হয়েছে আরো দুইজন।মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা নীলকান্ত মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে মাহেন্দ্র চালক নুরু গাইন (৪৪) ও শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে মাহেন্দ্র যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৯) দূর্ঘটনায় নিহত হয়েছে।
শার্শার নাভারন হাইওয়ে পুলিশের  ওসি আসাদুজ্জামান বলেন, বাগআঁচড়া থেকে একটি যাত্রীবাহি সিএনজি নাভারন যাচ্ছিলো।পথিমধ‍্যে নাভারন সাতক্ষীরা মহাসড়কের নীলকন্ঠের মোড়ে পৌছালে  বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মারাত্নক আহত নুরু ও রাকিবকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এতে আহত মন্জুয়ারা (৫০) ও অজ্ঞাত( ৩৫) কে উদ্ধার করে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..