বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

যশোরের মনিরামপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ‘বাবু শেখর চন্দ্র রায়ের  মনোনয়নপত্র জমা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৬৭ বার পঠিত
যশোরের মনিরামপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ‘বাবু শেখর চন্দ্র রায়ের  মনোনয়নপত্র জমা।
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর  :- যশোরের মনিরামপুরের ১৫ নং কুলটিয়া ইউনিয়নের হাজার  হাজার জনতা মিলে চেয়ারম্যান প্রার্থী বাবু শেখর চন্দ্র রায়ের  মনোনয়নপত্র জমা দেন উপজেলা নির্বাচন অফিসে। এই সময় স্লোগানে স্লোগানে উপজেলা সদর মুখরিত করে তোলে জনতা।
 ৩১ শে অক্টোবর রবিবার  মণিরামপুরের ১৫ নং কুলটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে  মণিরামপুর উপজেলায় জড়ো হয় কয়েক হাজার জনতা। এ সময় বিভিন্ন গাড়িতে  ১৫ নং কুলটিয়া ইউনিয়নের সকল ওয়ার্ড  থেকে মণিরামপুর উপজেলায় পৌছান তারা। শেখর চন্দ্র রায়ের  পক্ষে স্লোগানে স্লোগানে উপজেলা  মুখরিত করে তোলে তারা।  এলাকার গন্যমান্য ব্যক্তিরা বর্তমান ইউপি চেয়ারম্যান বাবু শেখর চন্দ্র রায়ের মনোনয়নপত্র উপজেলা নির্বাচনী কার্যালয়ে জমা দেন, এবং  পথসভাও অনুষ্ঠিত হয়৷
  বক্তারা বলেন, আমরা কোন জনগন বিচ্ছিন্ন প্রার্থীকে ভোট দিতে পারিনা। চেয়ারম্যান বাবু শেখর চন্দ্র রায়  আমাদের বিগত দিনে সুখ দু:খের সাথী হয়ে ছিলেন, আমরা তাকে সুষ্ঠুভাবে ভোট দিয়ে  নির্বাচিত করে চেয়ারম্যানের আসনে বসিয়েছিলাম, এবং আবারো তাকে ১৫ নং কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।
 এলাকার সাধারণ জনগন তারা  উচ্চস্বরে বলেন তাদের সকল বিপদে আপদে  এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক  বাবু শেখর চন্দ্র রায় কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
 বাবু শেখর চন্দ্র রায়  বলেন, আমাকে জনগণ আবার যদি তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি আবার নির্বাচিত হয়ে ১৫ নং কুলটিয়া ইউনিয়নকে একটি সুন্দর মডেল ইউনিয়ন  হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..