যশোরের মনিরামপুরে আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর :- যশোরের মনিরামপুরের আলিপুর গ্রামে নরেন্দ্রনাথ বিশ্বাস(৬৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আলিপুর গ্রামের একটি আমগাছ থেকে শুক্রবার (১ অক্টোবর ) সকাল ৬.০০ ঘটিকার সময়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রতিবেশী ও আত্বীয় স্বজনরা।
নরেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী নিলিমা বিশ্বাস জানান,আমার স্বামী টিবিও ক্যান্সার রোগে ভুগছিলেন। আজ সকাল ৬ ঘটিকার সময়ে আমার পাশের বাড়ির বৌমা দিপিকা বিশ্বাস স্বামী সামান্দার বিশ্বাস তাদের বাড়ির পূর্ব পাশে গিয়ে দেখে যে আমার স্বামী আম গাছের ডালের সহিত গলায় রশি দিয়ে ঝুলছে তখন তার চিৎকারে আশেপাশের লোকজন আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখি।
তিনি আরো জানান, আমার স্বামী আনুমানিক ৩ ঘটিকায় সময়ে শারিরীক যন্ত্রণা সইতে না পেরে বাইরে যাওয়ার কথা বলে আম গাছে গলায় দড়ি দেয়। আমার স্বামী মারা যাওয়াতে আমার এবং আমার পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তার চার মেয়ে ও এক ছেলে৷
নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শক করেন এবং জানান, তার স্ত্রী ও মেয়ে লিখিত ভাবে জানান, আমার এবং আমার পরিবারের কারো কোনো অভিযোগ নেই।