সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

যশোরের মণিরামপুরে মহিষদিয়া দক্ষিণপাড়া  সার্বজনীন  কালি মন্দিরে পুজা উৎযাপন  

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত
যশোরের মণিরামপুরে মহিষদিয়া দক্ষিণপাড়া  সার্বজনীন  কালি মন্দিরে পুজা উৎযাপন
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা রিপোর্টার বাংলা  টিভি যশোর  :-
                                                             শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ অন্ধকার থেকে আলোয় উত্তরণ। যুগ যুগ ধরে পুরাণ বা ধর্মগ্রন্থ বলে আসছে এমনই বোধের কথা৷ সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালী পূজা ও দীপাবলি উৎসব বৃহস্পতিবার (৪ নভেম্বর) মহিষদিয়া দক্ষিণ পাড়া সার্বজনীন কালি মন্দিরে  পুজা অনুষ্ঠিত হয়৷
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালী পূজা বা শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এবারও এ পূজা উদযাপন করা হচ্ছে । এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে ।
১৫ নং কুলটিয়া ইউনিয়নের মহিষদিয়া দক্ষিণ পাড়া সর্বজনীন কালি মন্দিরে এবারের পুজার সভাপতি হিসাবে আছে বাবু পরিমল কান্তি ধর ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড । সাধারণ সম্পাদক- বাবু বলাই রায় উপদেষ্টা হিসাবে আছেন- বাবু শংকর রায় ও প্রভাষক- বাবু অনুপ রায়৷
অনুষ্ঠান সূচী – ১৭ কার্তিক  ১৪২৮ বাংলা ৪ঠা নভেম্বর ২০২১ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ২ টা পর্যন্ত শ্যামা মায়ের পুজা ৷ ১৮ কার্তিক ১৪২৮ বাংলা ৫ই নভেম্বর ২০২১ ইং রোজ শুক্রবার সাংস্কৃতিক সন্ধ্যা, পরিবেশনায় সাতক্ষীরা একাডেমি পরিচালনায়- নানা ভাই। ১৯ কার্তিক ১৪২৮ বাংলা ৬ই নভেম্বর ইং রোজ শনিবার বাউল সঙ্গীত, পরিচালনায় -লালন ব্যান্ড কুষ্টিয়া৷
হিন্দু শাস্ত্রমতে, কালী দুর্গারই আরেকটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডা, ভদ্রকালী, দেবী মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত                                                                     পূজার দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। একে বলা হয় দীপাবলি। দীপাবলি হচ্ছে অন্ধকার বিদূরিত করার লক্ষ্যে আলোর উৎসব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..