সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

যশোরের বেনাপোল বন্দরে সিএন্ডএফ অফিসে দূধর্ষ চুরি 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত
যশোরের বেনাপোল বন্দরে সিএন্ডএফ অফিসে দূধর্ষ চুরি
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর :-  যশোরের বেনাপোল  সিএন্ডএফ অফিসে দূধর্ষ চুরি সংগঠিত হয়েছে।তালা ভেঙে মালামাল ও মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে  চোরচক্র।
অদ‍্য (২০ সেপ্টেম্বর)  বেনাপোল ১নং গোডাউনের সামনে আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত এইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর অফিসে এ চুরির ঘটনাটি ঘটে।
আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত   সিএন্ডএফ এজেন্ট শহীদ ট্রেডিং এর  বকুল হোসেন বলেন, এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায় প্রায় এখানে অফিস সহ বাসা বাড়ি ও ট্রাকে চুরি হয়। আমরা চুরির ভয়ে ঠিক মত অফিসও করতে পারিনা। সব সময় আতঙ্কে থাকি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত।
সিএন্ডএফ এজেন্টএইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর ম্যানেজার সাইফুল ইসলাম লাল্টু বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে অফিস বন্ধ করে বাসায় যাই। সকালে অফিসে এসে দেখি অফিসের তালা ভেঙে, কে বা কারা আমার অফিসের ল্যাপটপ, টাকা, মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। স্থানীয় চোর চক্র এ চুরির সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।
বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলটি পরিদর্শন করা  হয়েছে। তবে, এ চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..