যশোরের বেনাপোলে র্যাবের অভিযানে পিস্তল ও গুলি সহ আটক ১
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা রিপোর্টার বাংলা টিভি যশোর :-
যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার গয়ড়া এলাকা থেকে ১টি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ সুরুজ মিয়া (৩২)নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৬।
বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের গোলাম আলীর ছেলে সুরুজ মিয়াকে ৩ নভেম্বর বুধবার দুপুরে আটক করা হয়।
যশোর র্যাব ৬ এর ক্যাম্প থেকে জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুরুজ মিয়া নামে এক অস্ত্র ব্যবসায়ী একটি অস্ত্রের চালান নিয়ে গয়ড়া গ্রামে পাঁকা রাস্তার পাশে অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র চালান সহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন র্যাব ৬ এর হস্তান্তরকৃত অস্ত্র সহ আসামী কে বৃহস্পতিবার যশোর কোর্টে প্রেরণ করা হবে।