যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে জোরপূর্বক দোকান ঘর ভেঙে রাস্তা বের করার চেষ্টা
দেবব্রত মন্ডল, জেলা প্রতিনিধি যশোরঃ-
যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে জোরপূর্বক ভাবে দোকান ঘর ভেঙে রাস্তা বের করার চেষ্টা করেছেন তারেক রহমান নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ২৪শে জানুয়ারি ২০২২ রোজ সোমবার সকাল দশটার দিকে ছুটিপুর বাজারে।
সরজমিনে গিয়ে জানা যায়, আইয়ুব হোসেন এর জমির পিছনে সচিন ও অর্জুনের ১৫১ দাগে জমি নিয়ে আদালতে মামলা চলছিল আইয়ুব হোসেনের। মামলা চলাকালীন সময়ে শচীন ও অর্জুনের কাছ থেকে ১৫১ দাগে ১৮ শতক জমি কেনেন তারেক রহমান। জমি কেনার পর তারেক রহমান তার ক্রয়কৃত জমির রাস্তা বের করার জন্য আইয়ুব হোসেনের জমির উপর বিভিন্ন সময় হামলা চালায়। আইয়ুব হোসেনের সাথে দীর্ঘ এক বছর ক্রয়কৃত জমির রাস্তা নিয়ে বিরোধ চলছিল তারেক রহমানের। আদালতে মামলা হওয়ার পর আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি আছে তারেক রহমানের ক্রয়কৃত জমির উপর।আদালতে মামলা চলাকালীন সময়ের ভিতর এবং অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্বেও তারেক রহমান হঠাৎ কিছু লোকজন ও একটি এস্কাবেটার নিয়ে আইয়ুব হোসেন দুইটি দোকান ঘর ভাঙচুর শুরু করেন। এসময় আইয়ুব হোসেনের পরিবারের লোকজন বাধা দিলে তাদের বাধা উপেক্ষা করে সেখানে দুইটি পাকা দোকান ঘর ভেঙে ফেলেন। আইয়ুব হোসেনের দোকান ঘর ভাঙার পর রুহুল আমিন নামের এক লোকের একটি মিলে ভাঙচুর চালায় তারেক রহমান। ভাঙচুরে মিলেরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে আইয়ুব হোসেন ছেলে শোভন জানান, তারেক রহমান স্থানীয় এবং বাইরের কিছু লোকজন নিয়ে হঠাৎ করে আমাদের জমির উপর হামলা চালায়। স্কেবেটার দিয়ে আমাদের দুইটি দোকান ঘর সম্পূর্ণ ভেঙে ফেলে এবং আমাদের জমির শেষ মাথায় রুহুল আমিনের মিলেও হামলা চালায়।এ সময় আমি এবং আমার পরিবারের লোকজন বাধা দিতে গেলে তারা আমাদের উপরও হামলা চালায়। আমি এবং আমার চাচাতো ভাই জুয়েলসহ দুইজন আহত হই।
এ বিষয়ে তারেক রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তা থেকে আমার জমি পর্যন্ত পাশ উল্লেখ করে প্লট কাটা আছে আমার ক্রয়কৃত দলিলে। পূর্বে ভাঙচুর করার জায়গা দিয়ে রাস্তা ছিল সেখান দিয়ে লোকজন যাতায়াত করতো। আমি জমি কেনার পরে আইয়ুব হোসেন রাস্তাটি উপর দোকানঘর নির্মাণ করে বন্ধ করে দেয়। আমার জানা মতে ওই জমিতে আদালতের কোন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি নাই।