বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

যশোরের ঝিকরগাছায় সর্প দংশনে  গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার পঠিত
যশোরের ঝিকরগাছায় সর্প দংশনে  গৃহবধূর মৃত্যু
 দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর  :-  যশোরের ঝিকরগাছায় বিষাক্ত সাপের কামড়ে হীরা খাতুন(২৮) নামে ৩ সন্তানের জননী  গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  উপজেলার মাগুরা ইউনিয়নের আশিংড়ি গ্রামের শিমুল হোসেন(৪০) এর স্ত্রী। বুধবার (১৫ ই সেপ্টেম্বর) দুপুর ১২.৩০ মিনিটের  দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও গ্রামবাসী মিলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।  সাপে কাটার পর তাকে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসা সেবা দিতো তাহলে হয়তো সে ভালো হয়ে যেতো বলে তার পরিবারের সদস্যরা দাবী করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুল আলম বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালে এন্টিভেনাম ইনজেকশন সরবরাহ থাকলেও রোগীর পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশার পূর্বে গ্রাম্য চিকিৎসা দেয়। রোগী যখন অর্ধমৃত ঠিক সেই সময় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার শরীরে ইনজেকশন প্রয়োগ করার মতো অবস্থা ছিলো না। যার জন্য তাকে যশোর সদরে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..