যশোরের ঝিকরগাছায় ইউ এন ও সাথে সাংবাদিকদের মতবিনিময়
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর :- যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের নবনির্মিত ভবন নির্মাণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক’র সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কল্যাণ’র উপজেলা প্রতিনিধি এমামুল হাসান সবুজ, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ভোরের পাতা’র উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সহ সভাপতি ও দৈনিক ভোরের কাগজ’র উপজেলা প্রতিনিধি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ’র উপজেলা প্রতিনিধি সৈয়েদ ইমরানুর রশিদ, যুগ্ম সম্পাদক ও দৈনিক লোকসমাজ’র উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ, দৈনিক নওয়াপাড়া’র উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল টাইম ভিশন’র সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দন’র উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য, দৈনিক নওয়াপাড়া’র বিশেষ প্রতিনিধি একরামূল হক খোকন, সদস্য ও বাংলার একুশ’র জেলা প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, দৈনিক সমাজের কাগজের উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান, আমিনুর রহমান, দৈনিক সত্যপাঠ ও জাতীয় সাপ্তাহিক আঁচড়’র উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন চাঁদ, দৈনিক প্রভাতফেরী উপজেলা প্রতিনিধি মিঠুন সরকার প্রমুখ, দৈনিক সমাজের কথার পৌর প্রতিনিধি শাহজামাল শিশির, দৈনিক প্রতিদিনের কথার পৌর প্রতিনিধি হান্নান হোসেন প্রমূখ।