বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে পানচাষীর দুই লক্ষাধিক টাকার ক্ষতি           

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ বার পঠিত
যশোরের অভয়নগরে পানচাষীর দুই লক্ষাধিক টাকার ক্ষতি
  দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর  :- যশোরের অভয়নগরে এক পান চাষীর পানের বরজের পানের লতা তথা পান গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।এতে ওই কৃষকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের অভয়নগর গ্রামে এঘটনা ঘটানো হয়েছে।ক্ষতিগ্রস্থ কৃষক হলেন অভয়নগর গ্রামের মৃত আব্দুল গফুর মোল্যার ছোট ছেলে লিটন মোল্যা (৩৪)। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই কান্দি পানবরজের এক কান্দির সমস্ত পানের লতা( পান গাছ)ধারালো কোনো ছুরি বা হাসুয়া দিয়ে কেটে দিয়েছে। পান এবং পান গাছ ঢলে গিয়েছে। এসময় ক্ষতিগ্রস্থ পান চাষী লিটন মোল্যা এ প্রতিবেদককে বলেন, গত ১৭ই জানুয়ারি সোমবার দিবাগত রাতে আমার পানবরজের পান গাছ কাটা হয়েছে। ১৮ ই জানুয়ারি মঙ্গলবার  বরজে যায়নি।১৯ জানুয়ারি বুধবার সকালে আমি পান কাটতে গিয়ে দেখি আমার বরজের পশ্চিম কান্দির পান ঢলা দেখা যাচ্ছে।ভাল করে পর্যবেক্ষণ করলে দেখা যায় সকল পানের লতা কাটা।আমি নিঃস্ব হয়ে গেলাম।পরের ৩০ শতাংশ  জমি লিজ নিয়ে দায়দেনা হয়ে বরজ করেছি।বরজের ওপরে নির্ভর করেই  আমার সংসার চলে।এখন আমি সংসার চালাবো কিভাবে?আমার প্রায় দুইলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।আমারতো কোনো শত্রু নাই কে বা কারা করল এমন কাজ?আমি এরক্ষতিপুরণ চাই। এধরনের ঘটনা দেখে এলাকাবাসী হতবাক  হয়েছে।এবিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য রাজু সরদার বলেন,প্রকৃত ঘটনাকারীকে সনাক্তের চেষ্টা চলছে।নবনির্বাচিত বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান বলেন,আমি সরেজমিনে গিয়ে দেখেছি।এসহ্য করা যায়না।প্রকৃত আসামিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি যাতে ভবিয্যতে আর কেউ এমন ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়।ভাটপাড়া তদন্তকেন্দ্রের এস আই অভিজিৎ সিংহ রায় বলেন,আমি শুনেছি লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ গ্রহণ করব। এবিষয়ে অভয়নগর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ক্ষতিগ্রস্ত পানচাষী লিটন মোল্যা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..