যশোরের অভয়নগরে অভিমান করে ১১ বছরের শিশুর আত্মহত্যা।
দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা যশোর:যশোরে জেলার অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের হতদরিদ্র মোঃ জলিল বিশ্বাসের মেয়ে, হালিমা(১১) নামে এক শিশু অভিমান করে আত্মহত্যা করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর (বুধবার) বিকালে পরিবারের সদস্যরা নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এবিষয়ে নিহত শিশুর পিতা জানান, বুধবার সকালে আমি কাজে যাওয়ার সময় আমার মেয়ের হাতে ১০ টাকা দিয়ে যাই , মেয়েটি কিছু খায়নি দুপুরে তার ভাবির সাথে পুকুরে গোসল করে বাড়ি এসে ভাত খেতে চায়। কিন্তু ভাত একটু কম থাকায় ভাইয়ের সাথে অভিমান করে ঘরে চলে যায়। কিছু সময় পরে আমার স্রী (মিল শ্রমিক) বাড়ি আসে, কিন্তু দীর্ঘসময় আমার মেয়ে ঘর থেকে বের না হওয়ায় আমাদের সন্দেহ হয়। ঘরের দরজা খুলে দেখি আমার আদরের একমাত্র মেয়ে,ঘরের আড়ার সাথে ঝুঁলছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে পোস্টমডামের জন্য মর্গে পাঠিয়েছেন। এদিকে শিশুটির এমন মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামসুর রহমান বলেন,শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মডাম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।