বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

যশোরে মোবাইল চুরির  অভিনব কৌশল, হোটেল বার্বুচি আটক l

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৩০ বার পঠিত
যশোরে মোবাইল চুরির  অভিনব কৌশল, হোটেল বার্বুচি আটক l
 দেবব্রত মন্ডল, জেলা প্রতিনিধি যশোর :-
     অত‍্যাধুনিক ৫টি মোবাইলফোনসেটসহ তারেক হোসেন (২৪) নামে একটি রেস্তোরা বাবুর্চিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। তারেক বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের এলাহী মোল্লার ছেলে।ডিবি পুলিশ এই চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে চুরির অভিনব পন্থাও খুঁজে পান। ওই তারেকই তার দুই পরিচিত চোরকে দিয়ে নিজেরটাসহ ৫ সহকর্মীর মোবাইল ফোন চুরি করায়।ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, তারেক শহরের সিটি প্লাজায় ক্যাফে ডে লাইটের বাবুর্চি। ওই রেস্তার মালিকের ঘোপ সেন্ট্রাল রোডের আজাদের বাড়ির নিচতলায় একটি ফাস্টফুডের কারখানা আছে।ওই কারাখানায় থাকতো তারেকসহ ৬জন স্টাফ।                   ১৫/১৬ দিন আগে তার ভাগ্নে শাকিল ও সুমন নামে আরো এক চিহ্নিত চোরকে দিয়ে ৫জন সহকর্মীর মোবাইল ফোন চুরি করায়।
  তারেক নিজের মোবাইল ফোনসেটটিও চুরি করায় যাতে সন্দেহ করতে না পারে। পরে এই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলেরহাট থেকে তাকে আটক করা হয়।
এবং তার কাছ থেকে ৫ সহকর্মীর ৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। সেই সাথে নিজের মোবাইল ফোনসেটটিও উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..