ময়ূরি নামের ১৫ বয়সের এক মেয়ে নিখোঁজ।
নিজেস্ব প্রতিবেদন।
মেয়েটির বাড়ি রোজিয়া ভিলা দক্ষিণ তালভাগ আব্বাছ ক্লিনিক ৮/৬৪ সাভার।
বৃহস্পতিবার ( ৭ অক্টোবর ) বিকেল ৫ টার দিকে হারিয়ে গেছে। মেয়েটির গায়ের রং ফরসা, পড়নে নীল রংয়ের জামা ছিলো। উচ্চতা ৪ ফিট। মেয়েটি বাকপ্রতিবন্ধী, কথা বলতে পারেনা।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৩১৮৭৪৯১২৫ এই নাম্বারে যোগাযোগ করুন।