মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে ১০০০ দোকান কর্মচারী পেল প্রধানমন্ত্রীর উপহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৯৬ বার পঠিত

ময়মনসিংহে ১০০০ দোকান কর্মচারী পেল প্রধানমন্ত্রীর উপহার
মো. মাসুদ আলম ভূঞা (ময়মনসিংহ বিভাগীয় ভ্রাম্যমান প্রতিনিধি):
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন এর কারণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক গতকাল বুধবার ( ১৪ জুলাই) মহানগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে করোনকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ১,০০০ (এক হাজার) দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হানুল ইসলাম, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম,ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক শংকর সাহা, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ ও জেলা প্রশাসন, ময়মনসিংহের সহকারী কমিশনারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, এর পূর্বে ৩০০০ জন পরিবহন শ্রমিক, ১০০০ জন অটো শ্রমিকগণের হাতে এ উপহার সামগ্রী তুলে দেয় ময়মনসিংহ জেলা প্রশাসন। এ পর্যন্ত ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় মোট ৫০০০ পরিবার এই উপহার সামগ্রী হাতে পেয়েছে৷ অতিমারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সকলকে এই ত্রাণ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপহারসামগ্রী প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..