মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারের জুড়ীতে – ভুয়া ডাক্তার সাধন বিশ্বাস রোগী দেখছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১১০ বার পঠিত

মৌলভীবাজারের জুড়ীতে – ভুয়া ডাক্তার সাধন বিশ্বাস রোগী দেখছেন

 

 

জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: বিএমডিসির অনুমোদন ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে রোগীদের চিকিৎসা করে আসছেন। মৌলভীবাজারের জুড়ী উপজেলার কলেজ রোড মেসার্স স্বস্তি দীপ ফার্মেসিতে, জায়ফরনগর গ্রামের রসময় বিশ্বাস এর ছেলে সাধন বিশ্বাস নামক এক ভুয়া ডাক্তার। দীর্ঘ সময়ের অনুসন্ধানে জানা গেছে একাধিক বৎসর থেকে ঐ ভুয়া ডাক্তার কলেজ রোড মেসার্স স্বস্তি দীপ ফার্মেসিতে রোগী দেখছেন নিয়মিত। পল্লী চিকিৎসক সাধন এর বর্তমান এ ডাক্তারি কোনো ডিগ্রী নাই ফলে ভুয়া ডাক্তার সাধন বিশ্বাস, প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী দেখছেন। সাধন এর সাথে কথা বলে জানা যায় সে রোগীর চাহিদা অনুযায়ী হায়ার এন্টিবায়োটিক লিখেন ও সিবিআর রোগীদেরকে সেলাই সহ ছোট্ট ছোট্ট সিজার করে আসছেন দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে জানতে চাইলে এ প্রতিবেদককে, সাধন বলেন তিনি তার মিথ্যা বিজ্ঞাপনের সাইনবোর্ড খুলে ফেলবেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য। এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ জানান খুঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..