মৌলভীবাজারের জুড়ীতে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং
জালালুর রহমান, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ৯ আগস্ট ২০২৩ ইং, ৪র্থ পযার্য়ের (২য় ধাপ) গৃহসমৃহ ভুমিহীন ও গৃহহীন পরিবারে নিকট – গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন, উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪ ঘটিকায় সোমবার (৭/আগস্ট/২০২৩) ইং আয়োজনে জুড়ী উপজেলা প্রশাসন স্থান উপজেলা পরিষদ সভাকক্ষ। উল্লেখ্য ১.১ম পর্যায়ে পুনর্বাসিত ৭ জন
২.২য় পর্যায়ে পুনর্বাসিত ১৫৯ জন
৩.৩য় পর্যায়ে পুনর্বাসিত ৩৫ জন
৪.৪র্থ পর্যায়ে আগামী (৯/ আগস্ট) পুনর্বাসিত ৭৫ জন কে জমি ও গৃহ প্রদান করা হবে।
জুড়ী উপজেলায় মোট ৪৭৩ টি ক শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবার কে গৃহ এবং জমি প্রদান করা হয়েছে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মিজানুর রহমান।
জুড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান। উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ।
ছবি সংযুক্তঃ
বার্তা প্রেরক,
জালালুর রহমান
মৌলভীবাজার