বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ভিক্টোরিয়ায় ১টি সেল কাউন্টার ও‌ ২টি পোর্টেবল ইসিজি মেশিন সরবরাহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পঠিত

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ভিক্টোরিয়ায় ১টি সেল কাউন্টার ও‌ ২টি পোর্টেবল ইসিজি মেশিন সরবরাহ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এসব কার্যক্রমের সুফল আগামী দিনে জনগণ পাবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এই সময় হাসপাতাল চত্বরে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় বৃক্ষরোপন করেন।
তিনি বলেন, জনগণের সচেতনতা, সম্পৃক্ততা ও অংশীদারত্ব বাড়ানোর মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে‌ নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে গ্ৰীণ এন্ড ক্লীন কর্মসূচির আওতায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আগত রোগীদের জন্য ১টি সেল কাউন্টার ও‌ ২টি পোর্টেবল ইসিজি মেশিন সরবরাহ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও নিয়োগ, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সংগ্রহ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে দেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, ফলশ্রুতিতে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, কমেছে মাতৃ ও শিশু মৃত্যুহার। বাংলাদেশ সাফল্যের সঙ্গে স্বাস্থ্যখাতের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে আমাদের গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যসেবার সকল স্তরে এসব সেবাকে জনগণের জন্য আরো সহজলভ্য ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।
এসময় সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..