রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পঠিত

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করান।

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা জাতীয় পর্যায়ে ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

এর আগে শুক্রবার বিকেলে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায়, তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা বিজয়ের মুকুট ছিনিয়ে আনে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই সাফল্যকে পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের নিয়মিতভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া, যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

চ্যাম্পিয়ন টিমকে নেপালে পাঠানোর প্রস্তাব উত্থাপিত হলে, জেলা প্রশাসক মহোদয় এতে সম্মতি জানান এবং সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..