শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

মোহনগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মোহনগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ মোঃ সানোয়ার উদ্দিন সৈকত

নেত্রকোনার মোহনগঞ্জে সুচি রানী রায় (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার  রাত ৮টার দিকে পৌরশহরের দক্ষিন দৌলতপুর এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সুচি রানী রায় পৌরশহরের দক্ষিন দৌলতপুর এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে। সুচি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ, এলাকাবাসী, পরিবারের লোকজন ও স্কুলের সহপাঠীদের সূত্রে জানা  গেছে, সুচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। স্কুলেও অনেকটা অনিয়মিত ছিলো। বাড়িতেও লোকজনের সাথে অস্বাভাবিক আচরণ করত। প্রায়ই চিৎকার চেঁচামেচি করত।  গতকাল রোববার রাতে নিজ কক্ষে ছাদের রডের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় তার মা বাড়ি ছাদে গিয়েছিলেন। পরে এসে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ছাদের রডে ঝুলছে সুচি। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে লাশ নামায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী জানিয়েছে-সুচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। যদিও লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..