মোবাইল কোর্ট অভিযানে অবৈধ দখলে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায়
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মাসদাঈরস্থ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়কের সরকারি জায়গা অবৈধ দখলসংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ৬ মে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মিঞার নির্দেশে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: মোনাববর হোসেন এর তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরকারি অনুমতি ব্যতিরেকে উক্ত স্থানে অবৈধভাবে অনুপ্রবেশ এবং নির্মাণ সামগ্রী রাখার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি প্রতিষ্ঠানকে প্রত্যেকে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অতিরিক্তভাবে, অদ্য বিকালের মধ্যে দখলকৃত সরকারি জায়গা থেকে ইট, বালু ও পাথর অপসারণের নির্দেশনা দেওয়া হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় পাওয়া ইট ও বালু জব্দ করা হয়েছে।অবৈধ দখলদারীদের বিরুদ্ধে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।